ঢাকায় ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে আজ। এই সম্মেলনে অস্ট্রেলিয়া, ইরান এবং শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ৩১ দেশের মন্ত্রী-উপমন্ত্রী সচিব পর্যায়ের শতাধিক প্রতিনিধি যোগ দিচ্ছেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সম্মেলনে আইওআরএ-এর ২২টি সদস্য রাষ্ট্র এবং ৯টি ডায়ালগ পার্টনারসহ মোট ৩১টি রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের সাত জন পররাষ্ট্রমন্ত্রীসহ ১২ জন মন্ত্রী অংশ নিচ্ছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা, সিসিলির পররাষ্ট্রমন্ত্রী বেরি ফর, কেনিয়ার কৃষি ও মত্স্যমন্ত্রী মাওয়াংগী কিউনজুরি, মরিশাসের সমুদ্র অর্থনীতিবিষয়ক মন্ত্রী প্রেমদূত কুঞ্জ, মাদাগাস্কারের কৃষিমন্ত্রী রানা রিভেলো ফানোমেজানসোয়া-লুসিয়ান, মালদ্বীপের মেরিন রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার হাসান রশিদ, সাউথ আফ্রিকার পরিবেশ বন ও মত্স্যমন্ত্রী মাখোত্সু মাগদিলিন-সাথিউ, সোমালিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল কাদির আহমেদ খায়ের আবদি, থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা (ডেপুটি মিনিস্টার) পর্নপিমল কাঞ্চানালাক, কমোরসের পররাষ্ট্রমন্ত্রী সাউফ মোহাম্মেদ আল আমিন প্রমুখ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।
এবারের সম্মেলনে ইন্টারন্যাশনাল সী-বেড অথরিটির সেক্রেটারি জেনারেল এবং আইওআরএ-এর সেক্রেটারি জেনারেলও উপস্থিত থাকছেন। আইওআএ-এর দুই দিনের এ আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে—ভারত মহাসাগরীয় অঞ্চলের সব সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেকসই সমুদ্র অর্থনীতিকে উত্সাহিত করা। এ সম্মেলনকে ঘিরে ঢাকার একাধিক পাঁচতারা হোটেলসহ গোটা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।