Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ AM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬ AM

bdmorning Image Preview


একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আজ বুধবার ঢাকায় শুরু হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সমুদ্র অর্থনীতি বিষয়ক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এ সম্মেলনে যোগ দেবেন জারিফ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকা এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি এ সফর প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সঙ্গে তেহরানের সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেবেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সমুদ্র অর্থনীতি বিষয়ক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন জারিফ। এরপর ইন্দোনেশিয়া সফরে যাবেন তিনি।

Bootstrap Image Preview