Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ AM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিকে হটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করলেন অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেলেন কোহলি।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শীর্ষে রয়েছে কোহলির ভারত। একই সঙ্গে এমএস ধোনিকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও হলেন কোহলি। শেষ টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে কেমার রোচের প্রথম বলেই ডাক মারেন কোহলি আর তাতেই কপাল খুলে যায় স্মিথের। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান কোহলি। বর্তমানে স্মিথের রেটিং পয়েন্ট ৯০৪ এবং কোহলির ৯০৩। অবশ্য এ্যাশেজ সিরিজে আগামীকাল বুধবার শুরু হওয়া ম্যাচে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ আছে স্মিথের সামনে। আগামী মাসে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে কোহলির সামনেও।

Bootstrap Image Preview