Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জার্সিতে নাম নম্বর ব্যবহার করবেন সাকিবরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview


আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র ম্যাচটি বিশ্ব চ্যাম্পিয়নশীপের অংশ না হলেও এ টেস্টে বাংলাদেশ দলের খেলোয়াড়রা নাম ও নম্বরসহ জার্সি পড়ে মাঠে নামবে।

সাধারনত টেস্ট জার্সি নাম এবং নম্বর ছাড়া পুরোপুরি সাদা রং এর হয়ে থাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হওয়ার আগে বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা অংশগ্রহণকারীদের জার্সিতে নাম ও নম্বর ব্যবহারের নতুন নিয়ম করেছে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ না হলেও আইসিসির নিয়মানুযায়ী খেলোয়াড়দের জার্সি প্রস্তুত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি)।
বিসিবির এক কর্মকর্তা জনান, খেলোয়াড়রা ওয়ানডে ও টি-২০তে যে নম্বর ব্যবহার করেটেস্ট ক্রিকেটেও একই নম্বর ব্যবহার করবে।

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা ইতোমধ্যেই নাম ও নম্বরসহ জার্সি গায়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি।

Bootstrap Image Preview