আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সপ্তম আসর এই বছর আয়োজন অনিশ্চিতের মুখে। এক বছরে দুই বার বিপিএল হবে না। এমন্টাই জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ ব্যাপারে মুস্তফা কামাল বলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’
এদিকে বিপিএল গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। কিন্তু নিলামের সময় পার হলেও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি।