প্রস্তাবিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষণা দিতে যাচ্ছেন চীনশাসিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, বিলটিকে কেন্দ্র করে তিন মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভের পর বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দিবেন এমন প্রত্যাশা করা হচ্ছে।
চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত বিলটি প্রত্যাহার করা হতে পারে বলে হংকংয়ের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
তবে এ নিয়ে জানতে চাইলে নগরীটির প্রধান নির্বাহীর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ওই প্রত্যর্পণ বিলে বিচারের মুখোমুখি করার জন্য হংকংয়ের নাগরিকদের চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রাখা হয়েছিল।
গত জুন থেকে ওই বিল বাতিলের দাবিতে টানা আন্দোলন চলছে। এতে সহিংসতার ঘটনাও ঘটেছে। বিক্ষোভের মুখে আন্দোলনকারীদের শান্ত করতে ক্যারি লাম প্রথমে প্রস্তাবিত বিলকে মৃত ঘোষণা করেন।
কিন্তু আন্দোলনকারীরা ওই বিল সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে।