চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। ব্যাটিংয়ে আফগানিস্তান তখন ১১তম ওভারে বোলিং করতে আসেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। ঠিক সেই সময় মাঠের মধ্যে ঘটে গেল গেলো অনাকাঙ্খিত এক ঘটনা।
নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রিয় ক্রিকেটেরা সাকিবকে ফুল দিতে মাঠে প্রবেশ করেন এক ভক্ত। নাম তাঁর ফয়সাল।
দৌড়িয়ে গিয়ে সাকিবকে জড়িয়ে ধরেন। এরপর উইকেটের কাছাকাছি এসে হাঁটু গেড়ে সাকিবকে ভালোবাসা জানান ওই সমর্থক। এরপর হাত মিলিয়ে শ্রদ্ধা জানিয়ে স্যালুটও দেন এ তিনি। তখনও হুশ আসেনি নিরাপত্তা কর্মীদের। ঘটনার প্রায় ২৫-৩০ সেকেন্ড পর গ্র্যান্ডস্ট্যান্ড থেকে দৌড়ে আসেন দুই নিরাপত্তাকর্মী এবং টেনে হিঁচড়ে বের করে দেন সেই সমর্থককে।
মাঠে এই ভাবে প্রবেশ করায় সাকিব ভক্ত ফয়সালকে নিয়ে যাওয়া সেখান কার স্থানীয় পাহাড়তলীর থানায়।