Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনাঃ সাকিব 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আফগানিস্তান ইনিংসে বাংলাদেশ দল বোলিং করার সময় ফুলের তোড়া নিয়ে মাঠে প্রবেশ করেন এক ক্রিকেট ভক্ত। 

ভালোবাসার উপহার হিসেবে ফুলের তোড়াটি ছিলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাাসনের জন্য। খেলা চলাকালীন হঠাৎ মাঠে প্রবেশ করে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন ঐ ভক্ত।

দ্বিতীয় দিনের মত আজ সকালে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। দিনের ১১তম ওভারে বল হাতে আক্রমনে আসেন সাকিব। ঐ ওভারে সাকিব তৃতীয় বল ডেলিভারির পরই মাঠে এক দর্শক প্রবেশ করেন। তখন তার হাতে ছিলো ফুলের তোড়া। ফুলের তোড়া হাতে নিয়ে দৌঁড়ে সাকিবের কাছে যান ঐ ভক্ত। সাকিবের সামনে হাঁটু গেড়ে বসে ফুল দেন ঐ ভক্ত।
কিছুক্ষণ মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে প্রবেশ করে সেই সমর্থককে টেনে মাঠ থেকে বের করে নিয়ে যান।

ভক্তের এমন কাণ্ড প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে ফুল বাড়িয়ে নিতে বলেছিল শুধু। আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা... (হাসি)।”

“...কিন্তু আমি চাই না এরকম কিছু হোক। খেলার মাঠে এরকম কিছু যত কম হয়... আসলে কম নয়, একদম না হওয়াই ভালো।”
 

Bootstrap Image Preview