Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একা পেয়ে কলেজছাত্রীর উপর হামলে পড়লেন শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহীতে ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানির অভিযোগে সিরাজুল ইসলাম নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার সিরাজুল হক নগরীর উপকণ্ঠ কাটাখালী আদর্শ ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক। তিনি কাটাখালী থানার শ্যামপুর নতুনপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, একাদশ শ্রেণির এক ছাত্রীকে মোবাইলে ও সরাসরি বিভিন্ন অশালীন কথাবার্তা বলে আসছিলেন ওই কলেজের ভুগোল বিষয়ের প্রভাষক সিরাজুল ইসলাম। সম্প্রতি তিনি ওই কলেজ ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

Bootstrap Image Preview