চট্টগ্রাম টেস্টে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে ১৩৭ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮ ওভারে ৮ রানে ২ উইকেট।
দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই বল হাতে নেন অধিনায়ক সাকিব আল হাসান আর নিজের তৃতীয় ডেলিভারিতে ওপেনার ইহসানউল্লাহ জানাতকে (৪) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।
ঠিক পরের বলে আরও এক উইকেট। এবার সাকিবকে দুই পা এগিয়ে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহ (০)।