Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে চাঁদের বুকে বিক্রমের দেখা পেল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবশেষে চন্দ্রযান-টু এর ল্যান্ডার বিক্রমের খোঁজ পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো জানিয়েছে, অরবিটারের ক্যামেরায় বিক্রমের ছবি ধরা পড়েছে। তাতে যা দেখা গেছে বিক্রম অক্ষত আছে। কিন্তু এখনও পর্যন্ত তা থেকে বেতার সংযোগ মিলছে না।

ইসরো প্রধান কে শিবান জানিয়েছেন, ‘আমরা অরবিটারের মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে বিক্রমের থার্মাজ ইমেজ পেয়েছি। সেই ডেটা আমরা অনুসন্ধান করে দেখছি। বেতার সংযোগ করার চেষ্টাও করা হচ্ছে।’

চন্দ্রযান-টু এর ল্যান্ডার বিক্রমের পরিণতি শেষ পর্যন্ত কী হলো, তা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কাছে স্পষ্ট ছিল না। রোভার প্রজ্ঞানসহ ল্যান্ডারটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে নাকি শুধুই সংযোগ ছিন্ন হয়েছে, ইসরো তা খতিয়ে দেখছে।

শনিবার ভোররাতে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরোর এক বিজ্ঞানী দাবি করেছিলেন, ল্যান্ডার ধ্বংস হলেও, অরবিটার হিসেবে চন্দ্রযান-টু এর ৯৫ শতাংশই অক্ষত অবস্থায় রয়েছে। সেটি চাঁদের নির্দিষ্ট কক্ষপথ ধরে পাক খাচ্ছে।

Bootstrap Image Preview