রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের হাতে আসছে বলে জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বোরিসভ।
রবিবার তিনি জানান, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য অগ্রিম অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে আগামী ১৮-১৯ মাসের মধ্যেই ভারতের হাতে এসে যাবে এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৫ অক্টোবর দুদেশের মধ্যে দিল্লিতে একটি শীর্ষ বৈঠক হয়। সেই বৈঠকেই ৫.৪৩ বিলিয়ন ডলারের এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার কথা চূড়ান্ত হয়।
এই এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মাটি থেকেই আকাশপথে যে কোন হামলার মোকাবিলা করতে পারে। ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল, যে কোন যুদ্ধবিমান, ড্রোনকে ধ্বংস করতে পারে এটি।