Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন কমিশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৫ AM

bdmorning Image Preview


রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল রোববার রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়।

এর আগে রাত ১১টার পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, রাত ১১টা ৬মিনিটে নির্বাচন কমিশন ভবনের নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট সেখানে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে অন্য ইউনিটগুলোও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নেভানো হয়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্তব্যরত এই কর্মকর্তা।

Bootstrap Image Preview