ধারালো অস্ত্রের আঘাতে ভারতের হরিয়ানার সনিপাট জেলার মানাক মাজরা গ্রামের মসজিদের একজন ইমাম ও তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। মসজিদের পাশের একটি ঘরে ওই সময় ঘুমিয়েছিলেন তারা। শনিবার দিবাগত রাতে তাদের হত্যা করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।
জানা গেছে, নিহত ইমামের নাম ইরফান এবং তার স্ত্রীর নাম ইয়াসমিন। তাদের শরীরের ১৫ থেকে ২০ জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার সকালে ফজরের নামাজ পড়ার জন্য স্থানীয় মুসল্লিরা মসজিদে যাওয়ার পর ইমামকে না পেয়ে তার বাড়িতে খোঁজ করেন। সেখানে যাওয়ার পরই জোড়া খুনের বিষয়টি সবার নজরে আসে।
এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। হত্যাকাণ্ড উদঘাটনের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।