বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে যুক্তরাষ্ট্রে পালাতে চেয়েছিলেন এক ভারতীয় যুবক। এমনকি তার পাসপোর্টটিও ছিল জাল। বিমানবন্দরে চেকিংয়ের সময় ধরা পড়ে যান তিনি।
জি নিউজ জানায়, রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
চেকিংয়ের সময় এক মুখ সাদা দাঁড়ি, মাথা ভর্তি পাকা চুল, পাগড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা পরা এক বৃদ্ধকে দেখে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর এক সদস্যের। পরবর্তীতে তাকে জেরা করলেই ধরা পড়ে যায় আসল কাহিনি।
পাসপোর্টের ৮১ বছরের অমরিক সিং-এর আসল নাম জয়েশ প্যাটেল যার বয়স ৩২ বছর। আমদাবাদের এই বাসিন্দা নাম ও বয়স বাড়িয়ে জাল পাসপোর্টের সাহায্যে নিউইয়র্কে পালানোর চেষ্টা করছিলেন।
কিন্তু চেহারায় পুরোদস্তুর বয়েসের ছাপ থাকলেও হাতের চামড়ায় বয়সের ছাপ ফেলতে ভুলে গিয়েছিলেন তিনি। এতেই ধরা পড়েন ওই যুবক।
বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী সিআইএসএফ-এর এক শীর্ষকর্তা জানান, জয়েশের হাবভাব বুড়োদের মতো হলেও হাতের চামড়ায় বয়সের ছাপ ছিল না।
এ ছাড়াও যে চশমাটি তিনি পরেছিলেন, সেটি ‘জিরো পাওয়ার’-এর। সন্দেহ হলে দাঁড়িতে টান দিতেই সেটিও আলগা হয়ে খুলে আসে।
এদিকে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে ছদ্মবেশ নিয়ে যুক্তরাষ্ট্রে পালাতে চেয়েছিলেন এ বিষয়ে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।