Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশুরার মিছিলে গুলি, নিহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পবিত্র আশুরা উপলক্ষে শোকার্ত মানুষের ওপর নাইজেরিয়ার সেনাবাহিনী গুলি চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে। এ ছাড়া আহত হয়েছেন আরো অনেকে। 

দেশটির উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে। এর ফলেও অনেকে আহত হয়েছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেয়া হয়নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

এর আগে দ্য ইসলামিক হিউম্যান রাইটস কমিশন বা আইএইচআরসি সতর্ক করে বলেছিল, নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী শোক মিছিলে হামলার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে।


 

Bootstrap Image Preview