Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১০০ টাকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টিকিট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় এই সিরিজে মাত্র ১০০ টাকা হলেই দর্শকরা কিনতে পারবেন টিকিট। তবে সেটা সর্বনিম্ন মূল্য। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।

টিকিটের মূল্য ধরা হয়েছে পূর্ব স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা এবং আন্তর্জাতিক লাউঞ্জ ২০০০ টাকা।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের আগের দিন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

Bootstrap Image Preview