Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ভারতীয় মুসলিমদের ভয়ের কোনো কারণ নেই’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


১৬ কোটি ভারতীয় মুসলিমদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) যুগ্ম সচিব কৃষ্ণ গোপাল। 

আরএসএস ভারতের একটি দক্ষিণপন্থী হিন্দু জাতীয়তাবাদী, আধাসামরিক ও বেসরকারি স্বেচ্ছা-সেবক সংগঠন।

বৃহম্পতিবার অ্যাকাডেমিক ফর নেশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষ্ণ গোপাল এসব কথা বলেন।

কৃষ্ণ গোপাল বলেন, পার্সি, বৌদ্ধরা, জৈনরা ভারতে অনেক বেশি সুরক্ষিত বোধ করেন। যদি তারা করেন তাহলে মুসলমানরা কেন নয়। ১৬ কোটির উপরে মুসলমান এই দেশে থাকেন, তাদের ভয়ের কোন কারণ নেই।

তিনি বলেন, খুব বেশি হলে ৫০০০০ হাজার পার্সি, জৈন ৪৫ লাখ এবং ৮০ লাখ বৌদ্ধ এই দেশে থাকে। জিউরা শুধু ৫ হাজার। তারা এত কম হয়েও ভীত নয়।

Bootstrap Image Preview