Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল।বৃষ্টির কারণে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সেমিফাইনালটি পরিত্যক্ত হয়েছে।তবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হবার সুবাদে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদশ। এসিসির ওয়েবসাইটে এই কথা বলা হয়েছে।

এসিসি জানায়, অবিরাম বর্ষনের কারণে দুই ভেন্যুর একটিতেও ম্যাচ খেলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ দু’টি।

তিন ম্যাচের সবক’টিতে জয়ী হয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অপরদিকে অপরাজিত থেকেই ‘বি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছিল বাংলাদেশের যুবারা। এখন গ্রুপ চ্যাম্পিয়ন দল দু’টি ফাইনালে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, আগামী শনিবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।
 

Bootstrap Image Preview