Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর নিয়ে উত্তেজনার মাঝেই ফের যুক্তরাষ্ট্র ও সৌদি যাচ্ছেন ইমরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই আবারও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের শেষের দিকে তিনি এই সফর করবেন। খবর জিও টিভি ও পাকিস্তান টুডের।

জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন ইমরান খান। প্রথমবার এক সঙ্গে লাঞ্চ করবেন। দ্বিতীয় চা চক্রে দেখা হবে তাদের।

এছাড়া, সেখানে আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভাষণ।

ইমরান খান এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দেবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের আগেই সৌদি আরব সফরে যাবেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে সফরে যাচ্ছেন তিনি। এছাড়া, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রও সফরে করেন।

Bootstrap Image Preview