Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাছ খাওয়ার অপরাধে থানায় ছাগল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এবার চারাগাছ খেয়ে ফেঁসে গেছে দুটো ছাগল। গাছ খাওয়ার অপরাধে ছাগল দুটিকে ধরে থানায় নিয়ে আসে ওই প্রতিষ্ঠানের কর্মীরা। শুধু তাই নয় পুলিশের কাছে তারা একটি লিখিত অভিযোগও করে। 

জানা যায়, ভারতের তেলেঙ্গনার একটি বেসরকারি প্রতিষ্ঠান বনায়ন কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন স্থানে সাড়ে নয়শ বৃক্ষরোপন করেছিল।

চারা লাগানোর কয়েক দিনের মাথায় দুটি ছাগল এর আড়াইশ গাছ মনের সুখে সাবাড় করে দেয়। পরবর্তী সময়ে ছাগল দুটি ধরে থানায় নিয়ে আসে ওই প্রতিষ্ঠানের কর্মীরা। এখানেই তারা ক্ষান্ত হননি। পুলিশের কাছে তারা একটি লিখিত অভিযোগও করে।

কিন্তু এরপর যা ঘটেছে তা নিয়ে চলছে আলোচনা। অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ছাগল দুটি গ্রেপ্তার করেছে। মানুষ অপরাধ করলে তার নামে মামলা হবে এটাই স্বাভাবিক। আর মামলা হলে গ্রেপ্তার অবধারিত। কিন্তু ছাগলকে গ্রেপ্তার করার বিষয়টি হাস্যরসের সৃষ্টি করেছে।

বিষয়টি নিয়ে এখন বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বাহাদুরি নিয়ে প্রচুর হাসি-ঠাট্টাও হচ্ছে।

Bootstrap Image Preview