Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরব মুসলিমদের ঘৃণা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর পেইজ বন্ধ করে দিল ফেসবুক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


ফেসবুক কর্তৃপক্ষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিশিয়াল পেজ স্থগিত করেছে। আরব মুসলিমদের নিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিলো ফেসবুক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা গার্ডিয়ান এমন খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, তার এই বক্তব্য তাদের হেইট স্পিচ পলিসি লঙ্ঘন করেছে। তবে এই পোস্ট তিনি লেখেননি বলে অস্বীকার করেছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি একটি রেডিওকে নেতানিয়াহু বলেন, ‘তার কোনো কর্মী এই ভুলের জন্য দায়ী।’

গার্ডিয়ানের ওই খবরে আরও বলা হয়,আরবদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পোস্ট দেয়ার কারণে ২৪ ঘণ্টার জন্য ফেসবুক পেইজটি বন্ধ রাখা হয়।

নেতানিয়াহুর অফিশিয়াল পেজের ওই পোস্টে লিখেছিলেন, ‘আরবরা আমাদের নারী, শিশু এবং পুরুষ সবাইকে ধ্বংস করতে চায়।’

ইহুদি ডানপন্থী দল লিকুদ পার্টির প্রেসিডেন্ট নেতানিয়াহু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য লড়ছেন। নির্বাচনে জনসমর্থন পেতে কট্টর জাতীয়তাবাদী বক্তব্য দিচ্ছেন ৬৯ বছর বয়সী এই ইহুদি নেতা।

এর আগে মঙ্গলবার তিনি ঘোষণা করেন, নির্বাচনে জিতলে ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন তিনি।

Bootstrap Image Preview