Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নৈরাজ্যের কাছে হার মেনেছে রাজধানীর প্রায় সোয়া দুই কোটি মানুষ: সুলতানা কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সামগ্রিক সুশাসন না থাকলে, সড়ক মহাসড়কে নৈরাজ্য ফেরানো সম্ভব নয় বলে মনে করেন মানবাধিকার ও সড়ক আন্দোলন কর্মীরা। তাদের মতে, একের পর এক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা ও আইন প্রণয়ন না করার ফলে সড়কে বিশৃঙ্খলা থামছে না। এ জন্য পরিবহন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ সরকারকেই নিতে হবে। চ্যানেল ২৪

সড়ক ও মহাসড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমনকি ফুটপাতে চলতে গিয়েও শেষ রক্ষা হয় না সাধারণ পথযাত্রীদের। সেই সাথে গণপরিবহনের নৈরাজ্যের কাছে হার মেনেছে রাজধানীর প্রায় সোয়া দুই কোটি মানুষ। নানা আন্দোলন প্রতিবাদের পরও চলছে এসব।

মানবধিকার কর্মী সুলতানা কামাল বলেন, সুশাসনের অভাবে দেশের সড়ক-মহাসড়কে চলছে লাগামহীন বিশৃঙ্খলা। বিভিন্ন প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল ব্যক্তিদেরকে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এমন অবস্থায় শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়কের বিশৃঙ্খল চিত্র তুলে ধরে বক্তারা প্রতিবছর ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস করার দাবি জানান। বলেন, বারবার দাবি সত্তে¡ও সরকার এসটিপি বাস্তবায়ন করছে না। পার্কিং জোন তৈরি না করেই নো পার্কিং মামলা দিয়ে হয়রানি করছে নগরবাসীদের।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সাংবাদিক আবু সাঈদ খাঁন, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ মজুমদার, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

Bootstrap Image Preview