রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘রোহিঙ্গাদের মোবাইল বন্ধে একটু জটিলতা আছে। টেকনাফ ও উখিয়ায় আমাদের দেশের নাগরিকরা আছেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে তাদেরটাও বন্ধ হয়ে যাবে। তাই ক্যাম্পগুলোতে ঘোষণা দেয়া হচ্ছে, কেউ যেন মোবাইল ব্যবহার না করে। তারপরও যারা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যে উৎস থেকে মোবাইল এবং সিম পেয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সেই উৎসের সঙ্গে কারা সম্পৃক্ত, তাদের খুঁজে বের করার কাজ চলছে।’
রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়ার বিষয়ে অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভুয়া তথ্য নিয়ে পাসপোর্টের জন্য যাচ্ছেন, তাদেরকে আমরা চিহিৃত করা শুরু করেছি। এমনকি চিহ্নিতদের পাসপোর্ট দেয়া বন্ধ রেখেছি। ভুয়া নাম ও ভুয়া জন্ম নিবন্ধন নিয়ে যারা পাসপোর্ট করতে চেষ্টা করছেন, তাদের চিহ্নিত করে মামলা এবং আইন অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।’
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের না হতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের যারা বাংলাদেশে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, তারা যেন সেখান থেকে বের না হন। যারা বের হবেন, তাদের বিরুদ্ধে আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে যাচ্ছি।’