Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপার আহত, নিহত দেহরক্ষী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ দুজন আহত হয়েছেন। নিহত হয়েছেন তার দেহরক্ষী।

শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার কাজীর দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী চট্টগ্রাম থেকে ডিআইজি অফিসের মিটিং শেষে ফেনী আসছিলেন। পথে তাকে বহনকারী পাজেরো গাড়িটি কাজীর দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলে এসপি, গাড়িচালক ও দেহরক্ষী আহত হন। আহতদের মধ্যে দেহরক্ষী ও চালককে ফেনী সদর হাসপাতাল ও পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীকে ফেনী বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা চলাকালে দেহরক্ষী মারা যান।

Bootstrap Image Preview