ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়লেন টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টির ক্যাপ্টেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক ওভারে ৩০ রান খরচ করেছেন এই বাঁ-হাতি স্পিনার।
এর আগে ঘরের মাঠে এই লজ্জার রেকর্ড ছিলো পেসার রুবেল হোসেনের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওভারে ২৯ রান দিয়েছিলেন তিনি।
এবার তাকে ছাড়িয়ে নতুন লজ্জার রেকর্ড গড়লেন সাকিব। শুধু তাই নয়, ঘরের মাঠে কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৯ রান দিয়ে গড়েছেন আরও একটি লজ্জার রেকর্ড।