ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক টাইগারদের বিপক্ষে প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে জিম্বাবুয়ে।
১৪৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
টাইগারদলের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ওপেনিংয়ের শুরুটা ভালো করতে পারেনি।
তাদের দেখানো পথে হাটেন মুশফিক ও সাকিব ও মাহমুদউল্লাহ। দলের জন্য কিছু না করেই একে একে বিদায় নেন তাঁরা।
শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে টাইগাররা। এমন সময় এমন ম্যাচের হাল ধরেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন । এই দুই হোসেনের ব্যাটিং তাণ্ডবে ঘুরে দাঁড়ায় টাইগারদের ব্যাটিং লাইন। এরপর ২৪ বলে দুর্দান্ত ফিফটি করেন আফিফ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি টাইগারদের। নির্ধারিত ১৮ ওভারে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তাঁরা।