Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রিত্ব গেলে আবারও সাংবাদিকতায় ফিরবেন ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


মন্ত্রিত্ব গেলে আবারও সাংবাদিকতায় ফিরবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন?’

তিনি আরও বলেন, ‘আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় ফিরে আসব।’

আশির দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন ওবায়দুল কাদের। মাঝেমাঝেই মন্ত্রিত্ব শেষে আবারও সাংকাদিকতায় ফিরে যাওয়ার প্রকাশ করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

Bootstrap Image Preview