Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোবরে পড়ে ৪ ভারতীয়র মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৪ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত থেকে ইতালিতে গিয়ে ব্যবসা করতেন তারা। সেখানেই নিজেদের গরুর দুধের খামারে গোবরের ট্যাংকে পড়ে চারজনের মৃত্যু হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইতালির উত্তরাঞ্চলের পাভিয়া শহরে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা ও শিখ সম্প্রদায়ের।

চারজন হলেন প্রেম সিং (৪৮), তারসেম সিং (৪৫), আরমিন্দ্র সিং (২৯) ও মাজিন্দ্র সিং (২৮)।

তাদের মধ্যে প্রেম ও তারসেম ওই খামারের মালিক ছিলেন। অন্য দুজন সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে খামারটির নিবন্ধন করা হয়।

ঘটনার তদন্তকারীরা জানান, গোবরের ওই ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সেটিতে নামেন একজন কর্মী। তাকে উদ্ধার করতে বাকি তিনজন নামেন ট্যাংকে। এরপর তারা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান। ওই ট্যাংকের গোবর থেকে সার তৈরি করা হতো।

পাভিয়া অঞ্চলে ভারতীয়দের ওই খামারটি সবচেয়ে বড়। সেখানে মাংস ও দুধ উৎপাদন করা হয়।

Bootstrap Image Preview