Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাকিবের জন্য ৮ কোটি টাকার বিলাসবহুল ‘রোলস রয়েলস’ গাড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩১ PM

bdmorning Image Preview


হলিউড চলচ্চিত্রে হরহামেশাই বিলাসবহুল রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি ব্যবহার করা হয়। এই গাড়ির দাম প্রায় সাড়ে চার লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকা দাঁড়ায়।

শাকিব খান ও পরিচালক ইফতেখার চৌধুরী সম্প্রতি ভিন্ন দুটি কাজে দুবাই গিয়েছিলেন । সেখানে তারা গাড়িটি ব্যবহার করেছেন। পরিচালক জানান, শাকিবের এ ছবির শুটিং দুবাই ও লন্ডনে হবে।

ইফতেখার চৌধুরী বলেন, দুবাইয়ে ছবির নানা বিষয় নিয়ে শাকিবের সঙ্গে পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে আমার ৭টি ছবির কাজ চলছে। এর মধ্যে শাকিবের সঙ্গে দুটি। এর একটির কাজ দুবাই ও লন্ডনে হবে। ছবিটিতে রোলস রয়েলস ফ্যান্টম গাড়ি ব্যবহার করবেন শাকিব।

গত সপ্তাহে ইফতেখার ও শাকিব দুবাই গিয়েছিলেন। দুজনই ১২ সেপ্টেম্বর দেশে ফিরেছেন। দেশে এসেই ‘আগুন’ ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে তার বিপরীতে আছেন জাহারা মিতু। আর চলতি মাসের শেষ থেকে কাজী হায়াতের ‘বীর’ ছবির কাজ শুরু হবে।

Bootstrap Image Preview