Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসামের ১৯ লাখ মানুষ ভারতীয়: কংগ্রেস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষ ভারতীয় বলে মন্তব্য করেছে বিরোধীদল কংগ্রেস। তাদের অধিকার সুরক্ষায় দলটি শেষ পর্যন্ত কাজ করে যাবে বলে জানান সভাপতি সোনিয়া গান্ধী। 

অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনআরসি ইস্যুতে কথা বলবেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ বাসিন্দার বেশিরভাগই এখন গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছেন। নাগরিক প্রমাণে ব্যর্থ হলে বন্দি শিবিরে আটকা পড়ার ভয় কাজ করছে তাদের মনে। যদিও তারা এখনও রাষ্ট্রহীন নয় বলে জানিয়েছে নয়াদিল্লি।

বাসিন্দাদের ভয় কাটাতে শুক্রবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় কাজ শুরু করেছেন কংগ্রেস নেতাকর্মীরা। বাদ পড়াদের আইনি সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দলটির নেতাদের।

এ অবস্থায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী উত্তর-পূর্বের রাজ্যগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আসামের গোহাটিতে উত্তর-পূর্ব ভারতের প্রধান কেন্দ্র স্থাপন করে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশ দেন সোনিয়া। সেভেন সিস্টার্সের বাকি ছয় রাজ্যে এনআরসি করার চেষ্টা হলে, তা প্রতিহত করার সিদ্ধান্তও হয় বৈঠকে।

আসাম কংগ্রেস সভাপতি রিপন বোরা বলেন, এনআরসি'র মাধ্যমে বিদেশি প্রমাণ করা যায়নি। বাদ পড়া ১৯ লাখ বাসিন্দার সবাই ভারতীয়। পরিবারের অর্ধেক সদস্যের নাম আছে বাকি অর্ধেকের নেই, এটা কেমন তালিকা? আমরা এর বিরোধিতা করে যাবো।

আগামী তেসরা অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে এসআরসি ইস্যুতে কথা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
 

Bootstrap Image Preview