Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মায়ের সঙ্গে মালয়েশিয়া ভ্রমণে জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


প্রাক্তন তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। বাবা-মাকে ছাপিয়ে সে নিজেই এখন তারকা! ভক্তরা নিয়মিত তার খোঁজ নেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে অসংখ্য লাইক-কমেন্টস করেন। যদিও তার বয়স মাত্র তিন।

বাবা-মা’র কারণে জয় এখন অনেকেরই আগ্রহ, ভালোলাগার কারণ। সম্প্রতি জানা গেছে, জয় মায়ের সঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়েছে। এটি তাদের পারিবারিক ভ্রমণ। সেখানে বেশ কয়েকটি দর্শনীয় স্থান মায়ের সঙ্গে ঘুরে দেখছে সে।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘জয়কে নিয়ে প্রথমবার মালয়েশিয়া এলাম। এখানে দর্শনীয় স্থানগুলোতে ঘুরছি। জয় খুব মজা পাচ্ছে। বিশেষ করে সঙ্গে নানী থাকায় সে আরো বেশি আনন্দ পাচ্ছে।’

অবকাশ যাপনের পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশী সাংস্কৃতিক মেলা ২০১৯ এ অংশ নিবেন অপু বিশ্বাস।

Bootstrap Image Preview