Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত ট্রেনে সন্তানের জন্ম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৯ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক লোকাল ট্রেনে তিনি সন্তান প্রসব করলেন। ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে থানের দিকে যাচ্ছিল। সেই সময়ই আচমকা তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপরই তিনি সন্তানের জন্ম দেন।

পরে তাঁকে রেলের ‘ওয়ান রুপি ক্লিনিক'-এ নিয়ে যাওয়া হয় জরুরী চিকিৎসার জন্য। সেখানে মা ও শিশুকে পরীক্ষা করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। পরে তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়।

মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে নবম বার মুম্বাই রেলের ‘ওয়ান রুপি ক্লিনিক'-এর সাহায্যে সফলভাবে সন্তান জন্ম দিলেন কোনও অন্তসত্ত্বা।

Bootstrap Image Preview