Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ম অবমাননা নিয়ে পাকিস্তানে দাঙ্গা, গ্রেফতার ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তানে ধর্ম অবমাননা নিয়ে সৃষ্ট দাঙ্গায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকায় এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, একজন কিশোর তার স্কুলের হিন্দু প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলে। এটি নিয়েই দাঙ্গার শুরু।

ওই প্রধান শিক্ষকই স্কুলটির মালিক। জানা গেছে, তিনি মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটুক্তি করেছিলেন। এটি এক কিশোরের মাধ্যমে স্থানীয়রা জানতে পারলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে উত্তেজিত জনতা স্থানীয় একটি মন্দির, দোকান এবং স্কুলটিতে হামলা চালায়। অভিযুক্ত প্রধান শিক্ষক বর্তমানে ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

দাঙ্গাকারীদেরও ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মন্দিরে হামলার কারণে তাদের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা কম।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, মন্দিরে হামলায় ৪৩ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে দাঙ্গা এবং চুরির অভিযোগ আনা হয়েছে।

Bootstrap Image Preview