Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিটন মিয়ার মায়ের নাম রোকিয়া, বাবার নাম আওয়ামী লীগ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


লিটন মিয়ার মায়ের নাম রোকিয়া বেগম। তবে বাবার নাম আওয়ামী লীগ।

তার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে এই তথ্য দেয়া হয়েছে। লিটন মিয়ার বাড়ি শেরপুর জেলার নকলা পৌরসভার ইসবপুর গ্রামে।

সম্প্রতি লিটন মিয়ার এই আইডি কার্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে চলছে মানুষের নানা মন্তব্য।

তবে ফেসবুকে লিটন মিয়ার ভাইরাল হওয়া স্মার্টকার্ডটি সঠিক কিনা এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য।

নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তার পিতার নাম ‘মৃত আওয়ামী লীগ’ লেখা রয়েছে।

এ বিষয়ে ইসির একজন কর্মকর্তা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি সংশোধনের আবেদন করলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেবো।

Bootstrap Image Preview