Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহুর্তে দলে ফিরলেন সৌম্য ও মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


মোমিনুল হকের নেতৃত্বে কাল শ্রীলংকা যাচ্ছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। শ্রীলংকা সফরের আগে শেষ মুহুর্তে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।সফরে দু’টি চার দিনের ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মোমিনুলরা।

২৩ সেপ্টেম্বর থেকে চার দিনের ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। ৩০ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।

এরপর ৭ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে হবে ৯ ও ১২ অক্টোবর।
বাংলাদেশ ‘এ’ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ মিথুন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন চৌধুরী, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদি হাসান মিরাজ।

Bootstrap Image Preview