Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হামলার জবাব দিতে আমরা সক্ষম: সৌদি রাজার হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


হামলার জবাব দিতে সক্ষম রিয়াদ বলে মন্তব্য করেছেন সৌদি রাজা সালমান। মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে তিনি হামলার পরিণতির কথাও বলেন। খবর ইয়েনি শাফাকের।

পরে মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে জানানো হয়, আরামকোতে হামলার পরে ক্ষতিপূরণের বিষয়ে কেবিনেটে পর্যালোচনা হয়। হামলাকারীদের উৎস মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত শনিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত।

এ ঘটনার পর হামলার দায় স্বীকার করে নেয় ইয়েমেনের হুতিরা। তবে হামলার নেপথ্যে থাকার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র।

আরামকোতে হামলার পর থেকে দেশটি তেল উৎপাদন অর্ধেকে নামিয়েছে। ফলে বিশ্ব বাজারে তেল ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের তেলের চাহিদার ৫ শতাংশ এখান থেকে পূরণ করা হয়।

Bootstrap Image Preview