রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচ থেকে একদিন বয়সের কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধারের সংবাদ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ।
সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার (এসআই) মো. রেজাউল করিম।
তিনি জানান, দুপুরে রাজধানীর মগবাজার ওয়ারলেস আড়ংয়ের মধ্যবর্তী স্থানের ফ্লাইওভারের নিচ থেকে চেক লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক একদিন।
তিনি বলেন, ধারণা করছি কেউ মৃত অবস্থায় ওই নবজাতকে রাস্তায় ফেলে গেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।