Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাকার অভাবে ঢাকায় থাকতে পারছে না জিম্বাবুয়ে! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে  জিম্বাবুয়ে । তবে এর আগে মহাদুশ্চিন্তা গ্রাস করেছে তাদের। আর সেই দুশ্চিন্তার নার হোটেল ভাড়া। 

হ্যাঁ, কথাটা শুনে অবাক লাগলেও কিন্তু এটাই সত্য।  বিশ্বস্ত এক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এমনকি শোনা গেছে, বাংলাদেশের বিপক্ষে হারের পর জিম্বাবুইয়ানরা হোটেল ভাড়া নিয়েই আলাপ-আলোচনায় ব্যস্ত ছিলেন।

শেষে ঢাকায় ফিরতে হবে মাসাকাদজা-টেলরদের। এখানে ফিরে ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার কথা তাদের। অথচ সফরকারীদের জন্য হোটেল বুকিং দেয়া হয়েছে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

এখানেই যত সমস্যা জিম্বাবুয়ের। কারণ মাঝের দুদিন ঢাকাতেই অবস্থান করতে হবে তাদের। কিন্তু ওই দুদিনের হোটেল ভাড়া দেয়ার অর্থ নেই মাসাকাদজাদের কাছে।

Bootstrap Image Preview