Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরাটের অধিনায়কত্বে ভরসা নেইঃ গৌতম গম্ভীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


সোজা কথা সোজাভাবে বলার জন্য ভারতীয় দলের সাবেক ক্রিকেটার  গৌতম গম্ভীরের সুনাম রয়েছে। আর এবার কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়েও গম্ভীর তাই ব্যাট চালিয়েই খেললেন। কথায় কথায় বুঝিয়ে দিলেন, অধিনায়ক বিরাট কোহলির দক্ষতায় তাঁর একশো শতাংশ ভরসা নেই।

কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে গম্ভীরের মত, ''এখনও ওর অনেকটা রাস্তা চলা বাকি। গত বিশ্বকাপে কোহলি দারুণ পারফর্ম করেছে। তবে এখনও অনেকটা পথ ওকে চলতে হবে। আসলে ভারতীয় দলে রোহিত শর্মা ও এমএস ধোনির মতো ক্রিকেটার রয়েছেন। ওদের জন্যই বিরাট কোহলি ভাল অধিনায়কত্ব করতে পারে। দীর্ঘ দিন ধরে রোহিত ও ধোনির মতো ক্রিকেটার থাকায় কোহলির অধিনায়কত্বে অনেক সুবিধা হয়। আসলে আমার মনে হয় কোনও ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেওয়াটা চ্যালেঞ্জের। কারণ সেখানে অন্য কোনও ক্রিকেটারের তেমন সহায়তা পাওয়া যায় না।''

রোহিত ও ধোনি সম্পর্কে বলতে গিয়ে গম্ভীর বললেন, ''মুম্বইয়ের হয়ে রোহিত শর্মার পারফরম্যান্স দেখুন। অথবা দেখুন, চেন্নাইয়ের হয়ে ধোনি কেমন পারফর্ম করেছে! সেই তুলনায় বেঙ্গালুরুর কথা ভাবুন। তা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি দলের ক্ষেত্রে একার হাতে নেতৃত্ব দেওয়ার চাপ থাকে। তখনই আসল চ্যালেঞ্জ টের পাওয়া যায়।'' এদিন গম্ভীর জানান, তিনি টেস্টে রোহিত শর্মাকে ওপেন করতে দেখতে চান। 

Bootstrap Image Preview