Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের বিরিয়ানিতে মাংস না পাওয়ায় গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিয়ের দাওয়াতে গিয়ে বিরিয়ানিতে পছন্দমতো মাংসের টুকরো না পাওয়ার জেরে এক যুবককে গুলি করা হয়েছে। এঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ভারতের উত্তরপ্রদেশে মাদিয়ানোয় এঘটনা ঘটেছে। ছয় মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে বিরিয়ানিতে পছন্দের মাংসের টুকরো পায়নি আরিফ। সেই জেরে ভ্যানচালক মিরাজকে গুলি করে হত্যার চেষ্টায় চালায় সে। গুরুতর আহত মিরাজ এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং জানান, বিয়ের অনুষ্ঠানে আরিফকে ওই বিরিয়ানি পরিবেশন করেছিলেন মিরাজের বাবা। সেখানে পছন্দমতো মাংস না পাওয়ায় মিরাজের বাবার মুখে বিরিয়ানির প্লেট ছুড়ে মারে আরিফ।

বাবার অপমানের প্রতিবাদে জানায় ২০ বছর বয়সী মিরাজ। এতে আরিফ ও মিরাজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ছয় মাস ধরে সেই রাগ মনের মধ্যে পুষে রাখে আরিফ। একপর্যায়ে ভাড়াতে খুনি দিয়ে মিরাজকে গুলি করার সিদ্ধান্ত নেয় আরিফ।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, এই ঘটনায় মিরাজের ভাই মোহাম্মদ সিরাজ থানায় অভিযোগ জানালে পুলিশ আরিফ ও ভাড়াটে খুনি অজয় কুমারকে গ্রেপ্তার করে।

সিরাজ জানান, গত শনিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন মিরাজ। রাত এগারোটার দিকে মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করা হয়। হাতে ও বুকে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান মিরাজ।

 

Bootstrap Image Preview