Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দর্শকদের জন্য এটি হতাশারঃ সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


গতকাল রাতে বৃষ্টিতে ভেসে গিয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যার জন্য যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।কিন্তু হতাশ হয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকেরা। টিপ টিপ বৃষ্টিতে খেলা দেখার অপেক্ষায় ভিজেছেন তাঁরা।

কিন্তু প্রকৃতি মাতা থামায়নি তাঁর কান্না। অবশেষে ম্যাচ পরিত্যাক্ততের ঘোষণা করেন আম্পায়ার। টাকা দিয়ে টিকিট কেটে হতাশ হয়ে মাঠ ছাড়েন  সমর্থকরা।

দর্শকদের উদ্দেশ্যে খেলা শেষে টাইগার ক্যাপ্টেন  অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘দর্শকদের জন্য এটি হতাশার। তারা অনেক আশা নিয়ে দারুণ একটি ফাইনাল দেখতে এসেছিলেন। দুর্ভাগ্য… আমরা তো আর বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। ফাইনালে ওঠার ক্ষেত্রে কিছুসময় আমরা মার্জিত ক্রিকেট খেলতে পেরেছি। তরুণদের কয়েকজন খুবই ভালো করেছে।’

Bootstrap Image Preview