Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এরদোগানের প্রতি রাশিয়ার মসজিদ কর্তৃপক্ষের কৃতজ্ঞতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview


তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান মসজিদের কর্তৃপক্ষ। সোমবার এক অনুষ্ঠানে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার ওই মসজিদটির নাম মস্কো ক্যাথাড্রাল মসজিদ। এটি ৪ বছর আগে সংস্কার করা হয় যাতে বড় ধরনের সহায়তা করেন এরদোগান। এ কারণেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মসজিদটির কর্তৃপক্ষ।

মস্কোর ক্যাথাড্রাল মসজিদ ১৯০৪ সালে চালু হয়। সোমবার পালিত হয় এটির ১১৫তম বর্ষপূর্তি। চালুর পর দুটি বিশ্বযুদ্ধ এবং রাশিয়ার গৃহযুদ্ধ গেছে। তারপরও একবারের জন্যও মসজিদটির দরজা বন্ধ হয়নি।

১১৫ বছরের পুরনো এই মসজিদ ৪ বছর আগে সম্পূর্ণ সংস্কার করা হয়। আর এই সংস্কার কাজে সব ধরনের সহায়তা করেন রেসেপ তাইয়্যেপ এরদোগান। ফলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ।

এ সম্পর্কে মসজিদ কর্তৃপক্ষের মুখপাত্র মুফতি রাভিল গাইনউদ্দিন বলেন, আমরা তুরস্ক, তুরস্কের জনগণ এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগানকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাই। তাদের জন্য আমাদের দোয়া রইল।

Bootstrap Image Preview