Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালমান খানকে হত্যার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview


বলিউডের ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন গ্যারি শুটার নামের এক ব্যক্তি। ফেসবুক পেজে সালমানকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়েছে।

পরে এই হুমকি বার্তা আবার হিন্দিতে একটি গ্রুপের তরফে পোস্ট করা হয়েছে। সেই গ্রুপের নাম সোপু। তাদের বক্তব্য, সালমান ভারতীয় আইনবিধি থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু বিষ্ণোই সম্প্রদায়ের আইন থেকে তার মুক্তি নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে যে, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

জোধপুরের ডিসিপি ইস্ট ধর্মেন্দ্র সিং যাদব বলছেন, 'এই হুমকির পর নিরাপত্তা আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। ঘটনার তদন্তও শুরু করেছি আমরা। আমাদের সোশ্যাল মিডিয়া সেল রয়েছে।'

Bootstrap Image Preview