Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধরিয়ে দিলো ২০ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা হয়েছে। কালীগঞ্জের কলেজপাড়ার বাসিন্দা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মা বুধবার দুপুরে মামলাটি করেন। 

শহরের মুরগীহাটার কসমেটিক্স ব্যবসায়ী মিন্টু দাস কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রনজিৎ দাসের ছেলে।

নির্যাতনের শিকার মেয়েটি বলে, মঙ্গলবার স্কুল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে এক বান্ধবীর সাথে বাসায় ফিরে গল্প করছিলাম। হঠাৎ মিন্টু আমাদের বাসায় ঢুকে আমার বান্ধবীকে আজেবাজে কথা বলে বাড়ি থেকে চলে যেতে বলে।

আমার বান্ধবী চলে যাওয়ার পর মিন্টু আমাকে জড়িয়ে ধরে এবং আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। যাওয়ার সময় মিন্টু আমাকে ২০ টাকা দিয়ে বলে, এ কথা কাউকে না জানাতে।

ভিকটিমের মা ও মামলার বাদী বলেন, আমার দুই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে সংসারের নানা কাজ করে। আর আমি বাইরে পরের বাড়িতে কাজ করতে যাই। মঙ্গলবার বিকেলে বাসায় ফিরে দেখি মেয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করতেই বলে মিন্টু আমার শরীরে হাত দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে মেয়েটির মা বুধবার কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। যৌন নির্যাতনকারী মিন্টু দাসকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

Bootstrap Image Preview