Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাসবাদের সমর্থক দেশ ইরান: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের শান্তিকামী দেশগুলোর জন্য ইরান সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। 

নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দেয়া ওই ভাষণে ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক দেশ হিসেবে অভিহিত করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বেশি কঠোর করারও হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন কখনো তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অব্যাহত রাখবেন বলেও জানান ট্রাম্প।

২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর একই বছরের নভেম্বরে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন এবং ঘোষণা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের হুমকি দেন।

একইসঙ্গে তিনি গত কয়েক মাসে বহুবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তেহরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না।

Bootstrap Image Preview