Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোলিং র‍্যাংকিংয়ে সাকিবের অবনতি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজ শেষে র‌্যাংকিং-এ ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। তবে বোলিং-এ অবনতি হয়েছে তার। তবে অলরাউন্ডারদের তালিকায় কোন উন্নতি বা অবনতি হয়নি সাকিবের।

ত্রিদেশীয় সিরিজে ৪ ইনিংসে ৯৬ রান করেন সাকিব। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। সিরিজে ব্যাট হাতে ভালো করায় র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে সাকিবের। পাঁচ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজের পারফরমেন্সে ব্যাটিং তালিকায় উন্নতি হলেও, বোলারদের তালিকায় অবনতি হয়েছে সাকিবের। সিরিজে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এক ধাপ পিছিয়ে অষ্টমস্থানে নেমে গেছেন সাকিব। এই তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছেন সাকিব। তার উপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এখানে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন পঞ্চমস্থানে।

Bootstrap Image Preview