Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি বাড়ি পেতে ৩০ দিনে ২৩ বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারি কাজের জন্য অনেকগুলো বাড়ি ভেঙে ফেলা হয়েছিলো। ক্ষতিপূরণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি দেবে সরকার। সেই বাড়ির লোভ আর সামলাতে পারেনি একটি পরিবার। 

প্রতিটি পরিবার পাবেন বাড়ি। তাই বিয়ে করে পরিবারের সংখ্যা বেশি দেখাতে হবে। বাড়ি পেতে নিজেদের মধ্যে ঘটিয়েছেন বিয়ের অঘটন। বিচ্ছেদ হওয়া স্বামীর সঙ্গে বিয়ে, এমনকি বোন ও শ্যালিকাকেও বিয়ে করানো হয়েছে।

সম্প্রতি চীনের লিশুই নগরে এ ঘটনা ঘটেছে।

ওই পরিবারের সদস্যদের মধ্যে প্যান নামে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন। পরিবারের প্রায় সব সদস্যই বারবার বিয়ে করে কাগজপত্র তৈরি করেছে। তবে ২৩ বার বিয়ের পেছনে রয়েছে বিচ্ছেদের ঘটনা।

তবে শেষ পর্যন্ত পরিবারটির ওই ফাঁদ বিফলে গেছে। প্রশাসনের কাছে বিষয়টি পরিস্কার হয়ে যাওয়ায় পরিবারের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

Bootstrap Image Preview