Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরিয়ার চেয়ে চীন বড় হুমকি: জাপান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের চেয়েও চীনের বর্ধিষ্ণু সামরিক বাহিনী জাপানের জন্য বড়ো হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বলে দেশটির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় সতর্ক করা হয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এই পর্যালোচনায় পিয়ংইয়ংয়ের হাতে পারমাণবিক ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বেইজিংয়েরর ক্রমবর্ধমান বিনিয়োগ এবং চীন সাগরে নানামুখী তত্পরতাই দেশটিকে প্রথমবারের মতো টোকিওর প্রতিরক্ষা শ্বেতপত্রে দ্বিতীয় স্থানে তুলে এনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানের সামরিক এই পর্যালোচনায় এখনো যুক্তরাষ্ট্রের অবস্থানই শীর্ষে; স্নায়ুযুদ্ধের সময়কার ‘প্রধান হুমকি’ রাশিয়ার স্থান হয়েছে ৪ নম্বরে। ‘যুক্তরাষ্ট্র আর চীনই যে কেবল বিশ্ব জুড়ে তাদের প্রভাব প্রদর্শন করতে পারে, এই পর্যালোচনায় তা প্রতিফলিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে বলেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পর্যালোচনায় বেইজিংয়ের সামরিক আগ্রাসন ঠেকাতে গত সাত বছরে জাপানের প্রতিরক্ষা ব্যয় ১০ শতাংশের মতো বেড়েছে বলে জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ঠেকাতে টোকিও যেসব সরঞ্জাম কিনেছে, তা-ও ঐ ব্যয়ের মধ্যে—প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

চীনের অত্যাধুনিক সামরিক বাহিনীর তুলনায় এগিয়ে থাকতে জাপান এখন যুক্তরাষ্ট্রের বানানো স্টিলথ জঙ্গি বিমানসহ নানা ধরনের আধুনিক অস্ত্র কিনছে। দেশটির সেনাবাহিনী সর্বশেষ ১১৫ দশমিক ৬ বিলিয়ন ইয়েনে ৯টি স্টিলথ জঙ্গি বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে।

এই স্টিলথ জঙ্গি বিমান, যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম এবং অন্যান্য অস্ত্র চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া বর্ষে জাপানের রেকর্ড ৫ দশমিক ৩২ ট্রিলিয়ন ইয়েন প্রস্তাবিত সামরিক বাজেটের অংশ। এবারের এই বাজেট গত বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি।

সেই তুলনায় চীনের এ বছরের সামরিক বাজেট আগের বছরের তুলনায় সাড়ে ৭ শতাংশ বেড়ে ১৭৭ বিলিয়নে দাঁড়িয়েছে বলে রয়টার্স জানিয়েছে। এই খরচ জাপানের সামরিক ব্যয়ের তিন গুণেরও বেশি। বেইজিং এখন তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য স্টিল জঙ্গি বিমান ও এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়েও কাজ করছে।

একসময় কেবল নিজেদের উপকূলের কাছাকাছি এলাকায় মনোযোগী থাকা বেইজিং এখন জাপানের পশ্চিম দিকের ওকিনাওয়া দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমে নিয়মিতই তাদের নৌ ও বিমান টহল দল পাঠাচ্ছে।

Bootstrap Image Preview