ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে নিজের ভাষণে তিনি এ কথা বলেন। খবর এএনআই’র।
মোদি আরও বলেন, তার সরকার বিশ্ববাসীর উন্নয়নে কাজ করছে। একইসঙ্গে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য বিশ্বকে উদ্বুদ্ধ করেন।
এসময় কাশ্মীর ইস্যু নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি জঙ্গিবাদের বিরুদ্ধে সবার একজোট হয়ে লড়াই করা উচিত। কারণ তা জাতিসংঘের মতো একটি বিশ্বসংস্থার সবকয়টা প্রতিষ্ঠানের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে।’
ভারত বিশ্বকে শান্তির বার্তা পাঠাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি দেশের নাগরিক, যে দেশ বিশ্বকে শান্তির বার্তা পাঠিয়েছে, তাকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়।
ভারত কয়েক হাজার বছরের পুরোনো একটি সভ্যতা এবং ঐতিহ্যগতভাবেই সকলের কল্যাণ ও সমৃদ্ধিতে বিশ্বাস করে। সবার সঙ্গ, সবার বিকাশ ও সবার বিশ্বাস- এই আমাদের স্লোগান।’
বৈশ্বিক উষ্ণতার দিকে আলোকপাত করে তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা হ্রাসে ভারত অগ্রণী ভূমিকা রেখে এসেছে। ভবিষ্যতে একে আরও কমিয়ে আনতে পদক্ষেপ নেয়া হবে।’ এরপর তিনি ভারতের সাথে বিশ্বের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে তার সরকারের বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন নিজের বক্তব্যে।